২৫ টাকা কিস্তিতে স্মার্টফোন
কৃষকসহ সব স্তরের মানুষের কাছে মাসিক ২৫ থেকে ৩০ টাকা কিস্তিতে স্মার্টফোন পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তৃণমূল পর্যায়ে সবার হাতে স্মার্টফোন দিতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার সচিবালয়ে ‘টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি)’র ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, কম দামে ও কিস্তিতে হ্যান্ডসেট সরবরাহে ওয়ালটন ও এরিকসনের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছে, মাসিক ২৫ থেকে ৩০ টাকা কিস্তিতে স্মার্টফোন দেওয়া সম্ভব।
তারানা হালিম বলেন, এ ব্যাপারে এরিকসনের সঙ্গে আলোচনা হয়েছে। তারা বাংলাদেশে মোবাইল চিপ উৎপাদনের কথা জানিয়েছে। এর ফলে দেশে কর্মসংস্থান তৈরি হবে এবং হ্যান্ডসেট মূল্য কমে আসবে।
‘বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম কার্ডের নিবন্ধনে ভোগান্তি ও হয়রানি রোধে বিটিআরসির মোবাইল টিম মাঠে নামবে’ উল্লেখ করে তিনি বলেন, ‘বিভাগীয় পর্যায় ছাড়াও এই টিম জেলা ও উপজেলায় কাজ করবে। নিবন্ধনে যদি জরিমানার বিধান থাকে তাহলে বিটিআরসি জরিমানা করবে।
ওয়েবসাইটের বিষয়ে তারানা হালিম বলেন, টেলিযোগাযোগ খাতের হালনাগাদ তথ্য প্রাপ্তিতে এই ওয়েবসাইট সহায়তা করবে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতে বিশ্বাস করে। এটি করতে এই ওয়েবসাইট সহায়তা করবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী, টিআরএনবি’র সভাপতি রাশেদ মেহেদী ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন