নতুন চলচ্চিত্রে অর্ধনগ্ন পামেলা
সর্বশেষ তাকে দেখা গিয়েছিল প্লে বয়ের শেষ কভারে। খুব স্বাভাবিকভাবেই তা নিয়ে হইচই পড়ে গিয়েছিল। প্লে বয় ম্যাগাজিনের শেষ সংস্করণে তার নগ্নতা আলাদা মাত্রা যোগ করে।
প্রায় এক যুগ কেটে গেলেও আজও সমুদ্র সৈকতে তার দৌড় মনে দাগ কেটে যায়। বলছি- অভিনেত্রী পামেলা অ্যান্ডারসনের কথা। তিনি যেমন নগ্ন হলে ভাইরাল, দৌড়ালেও ভাইরাল। আর শর্ট ফিল্মে বক্ষ প্রদর্শন করলে তা যে ভাইরাল হবে এটাই তো স্বাভাবিক। এমনকি হয়েছেও তাই।
সম্প্রতি কানেকটেড মিরোনামের সিনেমায় নিজের বক্ষদেশ দেখিয়েছেন সাহসী প্যামেলা। সেই দৃশ্যের এক ঝলক ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। যা নিয়ে পড়ে গেছে হইচই।
হওয়া ছবিতে দেখা যাচ্ছে, শরীরে বয়সের প্রভাব লক্ষ্য করতে আয়নার সামনে দাঁড়িয়ে প্যামেলা। এরপর একে একে নিজের স্তন ও পশ্চাৎভাগ খুঁটিয়ে দেখছেন তিনি। নজর এড়ায়নি পেটের অতিরিক্ত মেদও।
১০ মিনিট দৈর্ঘ্যের এই সিনোময় এক ফিটনেস ইনস্ট্রাকটারের ভূমিকায় অভিনয় করেছেন প্যামেলা অ্যান্ডারসন। এতে তিনি জ্যাকি চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে ৪৮ বছর বয়সী প্যামেলা নিজের বাড়তি বয়স নিয়ে বেশ চিন্তিত। পাঁকা চুলের পাশাপাশি শরীরের পরিবর্তনও তাকে বেশ চিন্তায় রেখেছে। ভাইরাল
লুক গিলফোর্ড পরিচালিত এই সাই-ফাই ছবিটি খুব শীঘ্রই মুক্তি পাবে। কিন্তু তার আগেই প্যামেলা অ্যান্ডারসনের উন্মুক্ত স্থিরচিত্রটি ঝড় তুলেছে নেটিজনদের মনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন