সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬

যৌন জিহাদের ফাঁদে মুসলিম নারীরা

একাধিক সূত্র থেকে খবর এসেছে, অস্ট্রেলিয়া, ব্রিটেন ও মালয়েশিয়া থেকে একদল নারী ইরাক ও সিরিয়ায় পাড়ি জমিয়েছেন ইসলামিক স্টেট সেনাদের অনুগত থেকে যৌন জিহাদে যোগ দেয়ার আশায়। তাদের উদ্দেশ্য, ইসলামিক স্টেটের সেনারা যেন খেলাফত প্রতিষ্ঠায় তাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে পারেন, যৌনসঙ্গ দেয়ার মাধ্যমে সে প্রণোদনা বজায় রাখতে সহায়তা করা।

 

মালয়েশিয়ার সূত্র জানিয়েছে, ঐ দেশ থেকে যে সকল নারী ইরাক ও সিরিয়া গমন করেছেন তারা আইসিসের সংগ্রামের প্রতি সহমর্মী, তারা মনে করছেন সেখানে তাদের শারীরিক প্রণোদনা যোগানোর সুযোগ দেয়া হবে।মালয়েশিয়ার তদন্ত কমিশন সে দেশের মধ্যপ্রাচ্য প্রতিনিধি মারফত জানতে পেরেছে, এ মুহূর্তে অন্তত ৫০ জন মালয়েশীয় ইসলামিক স্টেটের সঙ্গে যোগ দিয়ে যুদ্ধ করছেন। এদের ভেতর উল্লেখযোগ্য সংখ্যক নারী রয়েছেন যারা তথাকথিত যৌন জিহাদ চালিয়ে যাচ্ছেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন